নির্বাচন এলেই আমরা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য মাতোয়ারা হই। তারপর যে লাউ সে কদু। দেশ স্বাধীন হলো ৩৭ বছর অথচ এই বিচর হয়নি কেন? এ প্রশ্ন'র জবাব খুঁজতে হবে।
পাকিস্তানী ১৯৫ জন যুদ্ধাপরাধী সৈন্য'র বিচার না করে কেন ডঃ কামাল গং রা তাদের ছেড়ে দিলেন তা জাতিকে জানাতে হবে। অপরাধ মেনে নেওয়াও অপরাধ ।
ডঃ কামাল গং রা যুদ্ধাপরাধীদের ক্ষমা করে আজ নিজেদের স্বার্থে এ ইস্যু ঝুলিয়ে রাখছেন। যার জন্য এদের দোসরাও বাংলাদেশে সংসদ সদস্য হচ্ছে।
নিজেদের অপকর্ম, বদমাশী ঢাকতে এরা বড় ওস্তাদ।
এরা পাকিস্তান আমলেও দুধ মধু খেয়েছে সরাকারের তরফ হতে,
এখনও খাচ্ছে। মধ্যখানে জনগণ নামক বস্তুকে কাঠালের আম সত্তা বানাচ্ছে।
তাই এদের সস্তা কথায় মাথা ঘামিয়ে লাভ নেই।
এরাই দেশের বারোটা বাজিয়ে দেশকে আই এম এফ, ওয়াল্ড ব্যাংক, এডিবি, দাতা দেশ এদের মাখন খাওয়ার সুযোগ করে দেয়।
এক ডঃ কামাল কেই তার কৃত অপরাধের জন্য ১৯ বার ফাঁসি দেওয়া উচিত। তারপর যুদ্ধ অপরাধীদের এবং তার পরেই তাদের দোসরদের বিচার করতে হবে। মনে রাখতে হবে কোন যুদ্ধ অপরাধীই নির্বাচনে দাঁড়ানি।
যুদ্ধ অপরাধী আর তাদের দোসর এক কথা নয় যারা এক করে এরা ঐতিহাসিক মতলব বাজ।
তাই আসুন এ বিষয়ে সচেতন হই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।