বিচার হচ্ছে প্রকাশ্য আদালতে; উভয়পক্ষের উকিল, স্বাক্ষি, দর্শকশ্রোতা, সাংবাদিক ইত্যাদির উপস্থিতে। বিচারের রায় ঘোষিত হচ্ছে প্রকাশ্য আদালতে। ফাসির রায়ের উপর গণভোট হলে ( ওপিনিয়ন পোল নয়) আমার মনে হয় ফাসির পক্ষে ভোট বেশী পড়বে। বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ যে সব দেশে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে বা হচ্ছে কোথাও যদ্ধাপরাধীদের পক্ষে কোন আন্দোলন হতে দেখা যায় না। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশের জামাত, বি এন পি। তারা মানবেতিহাসে কি পরিচয় পেতে চায়? মানবতাবিরোধী জঘন্য অপরাধী হিসেবে নয় কি? তারা আবার নিজদেরকে ধর্মের অনুসারি বলে; সেটা কি শয়তানের ধর্ম?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।