আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীর বিচার ।।



ওরা ছিল অন্ধকারের যাত্রী স্বাধীন বাংলার মাটিতে পরাধীনতার জালে দোসর দালাল ওরা মুজাহিদ নিজামী গোলাম আজম ইতিহাস ওদের ক্ষমা করেনি কখনও করবেনা ওরা ঘৃণ্য ওরা এদেশে অবাঞ্চিত । । স্বাধীনতার সপক্ষে মুক্তির সনদ স্বাধীন বাংলাদেশ ওরা বাঙ্গালীর শত বুদ্ধিজীবীর হত্যাকারী নরপিশাচ স্বাধীনতার সংগ্রামে বিজয়ের অন্তরালে । । ক্ষমার অযোগ্য ওদের ফাঁসি চাই রাজনীতির দুষ্টচক্রের ভীড়ে বারংবার বিচার নিয়ে তালবাহানা হায় আমার স্বাধীনতা ।

। স্বাধীন দেশে রাজাকার জয় জয়কার কোন দল বুঝি না কোন মত বুজি না শুধু রাজাকার নিপাত যাক এই হোক আমাদের অঙ্গীকার স্বাধীনতার স্বপক্ষে সোনার বাংলাদেশ । । এইতো সেদিন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মুখোমুখি আমরা সাহায্য চাই না করুনার পাএ নই আমরা বীর বাঙালী চাই শুধু স্বাধীনতার বিপক্ষের শক্তি ধ্বংস হোক ৩০ বছর পেরিয়ে গেছে শহীদের আত্মা আমাদের ক্ষমা করেনি সেই দালাল দোসর এখনও স্বক্রিয় । ।

নরপিশাচ সেই ভয়ংকর রাত্রি দেশ জ্ঞানশূন্য করার এক অমানবিক হত্যাযজ্ঞে ওরা এদেশের কেউ নয় ওদের ধ্বংস অনিবার্য আমার আপনার সবার আমাদের একটি চাওয়া যুদ্ধাপরাধীর বিচার । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.