আমাদের কথা খুঁজে নিন

   

সৌরশক্তি ব্যবহার করে সেচপাম্প



বিজ্ঞানের উত্কর্ষতায় সৌরশক্তির নানাবিধ ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। এবার যাত্রা শুরু হয়েছে সেচপাম্পে। সমপ্রতি স্পেনের কারিগরি সহযোগিতায় বিএডিসি ও বিডিপি যৌথ উদ্যোগে সৌরশক্তি চালিত এমন একটি সেচপাম্প স্থাপিত হয়েছে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর গ্রামে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট (বিডিপি) যৌথ উদ্যোগে স্পেনের সানকো রিনিউয়েবল এনার্জি লিমিটেডের কারিগরি সহযোগিতায় দৈনিক ৫ লাখ লিটার পানি উত্তোলন ক্ষমতাসম্পন্ন সৌরশক্তিচালিত এ সেচপাম্পটি স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে এ পাম্পের আওতায় ২৫ একর জমিতে স্থানীয় কৃষকরা বিনামূল্যে সেচ সুবিধা নিচ্ছেন।

সরকারের এ সহযোগিতায় মহাখুশি উপকারভোগী কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ২৭টি প্যানেলের মাধ্যমে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক মোটর ঘুরানো হয়। এ মোটরের মাধ্যমেই সাড়ে ৩ ইঞ্চি মাপের পাম্পটি প্রতিঘণ্টায় ৪ হাজার ৮শ’ লিটার করে পানি উত্তোলন করছে। অবশ্য এর টার্গেট ছিল প্রতি ঘণ্টায় ৫ হাজার লিটার। তিনি আরও জানান, জ্বালানি ও বিদ্যুত্ সঙ্কটকে মোকাবিলা করে কৃষকদের সেচ সুবিধা দিতে কৃষি মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।

এতে করে জ্বালানি ও বিদ্যুতের যে অপচয় হবে না শুধু তাই নয়, এটি পরিবেশবান্ধবও। এ পাম্প ব্যবহারে পরিবেশ শব্দ ও বায়ু দূষণমুক্ত থাকবে। তবে ২০ লাখ টাকা ব্যয়ে ব্যক্তি উদ্যোগে এ পাম্প বসানো সম্ভব নয়। এখানে সরকারের সহযোগিতাই একমাত্র ভরসা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।