আমাদের কথা খুঁজে নিন

   

চরিত্রের অভাব

I am searching a true light.

চরিত্রের অভাব জ্ঞানের অভাব নেই এতটুকু, কোনটা ভাল আর কোনটা মন্দ ধরতে পারি সবটুকু, নীতি বাক্যে বলতে পারি সবই - কোনটা উচিৎ আর কোনটা অনুচিৎ, অন্যের দুষে ছিঁ-ছিঁ আপন দুষে পরলে ধরা ভুলতো ভাই মানুষই করে, না পরলে ধরা আমি এক স্বাধুমিয়া, অন্যায়কারিকে সইতে পারিনা। সবাই আমরা এই একই চরিত্রেই বেড়ে উঠা মানব জাতী । যেন নিজেকে নয় অন্যকে সুধরাতেই এই ধরনীতে এসেছি । খুব করে ছেঁকে দেখেছি যতটুকু ভাল আছে তা মন্দের ভাল, পূরুপূরি নই মোরা কেও তো ভাল । জ্ঞানে মাথা টইটুম্বুর নীতি কথা মুখে খই ফুটে, শুধু অভাব মোদের চরিত্রে । হীরার ফুলের এই গন্ধে এতটুকু যদি করও হুস আসে তবেই আমি স্বার্থক এই লেখনিতে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.