অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস
প্রতিবছর মার্চ আসে, স্বাধীনতা দিবস আসে, যেভাবে এসেছিল ৭১-এ। তবে যত দিন এগিয়ে যাচ্ছে মানুষ যেন স্বাধীনতার মর্যাদা ভুলে যেতে বসেছে। রক্তঝড়া ’৭১ যেভাবে মানুষকে উজ্জীবিত করেছিল এখন আর সেভাবে মানুষকে, বিশেষত তরুণ প্রজন্মকে আকর্ষণ করেনা! অবিশ্বাস্য হলেও সত্য, মেনে নিতে কষ্টকর হলেও তাই। কিন্তু কেন? এমন তো হওয়ার কথা ছিল না। বহু রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা এখন আর জাতি বোঝে না কেন? জাতি আজ নানা পথ ও মতে বিভক্ত হয়ে পড়েছে।
তাদের মধ্যে নেই কোন ঐক্যবদ্ধ চেতনা। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদেরকে ঐক্যবদ্ধ করা যায় না। স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতার ঘোষক বিতর্ক হয়। কবরের লাশ নিয়েও রাজনীতি হয়। কবরের লাশের ব্যবচ্ছেদ করা হয়।
কিন্তু কেন? স্বাধীনতায় শেখ মুজিব ও জিয়াউর রহমান দুজনেরই অবদান রয়েছে। একজনকে উচ্চে তুলে ধরে অন্যজনকে ধুলোয় নিক্ষেপ করলে তা ইতিহাস থেকে মুছে যায় না। ইতহাসের বিষয় ইতহাসই নির্ণয় করে। জোর করে তাকে বদলে দেওয়া যায় না। এতে ইতিহাস কাঁদে, আড়ালে হাসে; জাতির হীনমন্যতা দেখে।
শেখ মুজিব, জিয়াউর রহমানের অবস্থান ইতিহাসই নির্ণয় করে দিয়েছে। এখান থেকে তাদেরকে উপরে বা নিচে সরানো সম্ভব নয়। সাধারণ জনগণ জাতীয় বিভক্তি চায় না। তারা চায় সহজভাবে,সুন্দরভাবে বেঁচে থাকার পরিবেশ। দুবেলা দুমুঠো ভাত।
সৎ পথে উপার্জন। সর্বোপরি সৌভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ। সোনার বাংলাদেশ। মতদ্বৈততা ও মতবিরোধ সত্ত্বেও জাতীয় ইস্যুতে ঐক্যের কারণে ভারত দিন দিন উন্নতির শিখরে আরোহন করছে। প্রশ্নবিদ্ধ দেশপ্রেম আর সবক্ষেত্রে বিরোধিতার কারণে বাংলাদেশ এখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না।
জানি না এ অবস্থা কবে কাটিয়ে উঠা যাবে। কিন্তু দেশে ও জাতির স্বার্থেই এটি কাটিয়ে ওঠা উচিত। আজ সবাইকে ১৯০৫, ’৪৭,’৫২, ’৬২, ’৬৬, ’৯০-এর মত দেশপ্রেম নিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ চেতনা ধারণ করতে হবে। প্রতিপক্ষের যৌক্তিক মত গ্রহণ করার মত সাহস দেখাতে হবে। আজ জাতির প্রয়োজন ঐক্য।
৭১-এ জাতি যেভাবে স্বাধীনতা অর্জনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিল; আজ, এখন সেভাবেই স্বাধীনতা রক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে। তাই আজ জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।