নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড দল আর্ক। 'জন্মভূমি' ও 'গুরু' অ্যালবামের গানগুলোর মধ্য দিয়ে তরুণ শ্রোতাদের মনে ঠাঁই করে নিয়েছিল এ ব্যান্ড দলটি। কিন্তু বছরখানেকের মধ্যে আর্ক ব্যান্ডে ভাঙনের সুর বেজে ওঠে। আর্ক-এর ভোকাল ও দলনেতা হাসান ছেড়ে দেন ব্যান্ড। নতুন করে গঠন করেন ব্যান্ড 'জন্মভূমি'।
তবে এ ব্যান্ডের কোনো অ্যালবাম হাসান প্রকাশ করেননি। তবে ভক্তদের জন্য সুখবর হলো সংগীতাঙ্গনে আর্ক-এর প্রত্যাবর্তন ঘটেছে। গেল শুক্রবার এসএ টিভির লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও ফিরে এসেছে ব্যান্ডটি। এদিন লাইভেও দুর্দান্ত পারফর্ম করেছে আর্ক। শোতে দর্শকদের সাড়া ছিল চোখে পড়ার মতো।
হাসান, টিংকু এ রহমান, রুমি রহমান, মোরশেদ খান, কাজী ফয়সাল- এমন লাইনআপেই এদিন পারফর্ম করে আর্ক। জানা গেছে, সামনের বেশ কিছু লাইভ এ সেটআপের মাধ্যমেই করতে যাচ্ছে আর্ক। এদিকে স্টেজের বাইরে ইতোমধ্যে নিজেদের নতুন অ্যালবামের কাজও গুছিয়ে এনেছেন হাসান ও আর্ক। প্রেমের বাইরেও বিষয়ভিত্তিক গান দিয়েও সাজানো হচ্ছে এ অ্যালবামটি। চলতি বছরের শেষদিকে এ অ্যালবামটির মাধ্যমে প্রায় এক যুগেরও বেশি সময় পর নিজেদের নতুন অ্যালবাম প্রকাশ করছে আর্ক।
স্টেজ এবং অ্যালবাম নিয়ে আর্ক-এর পরিকল্পনার ব্যাপারে হাসান বলেন, আমরা একটু অপেক্ষা করতে চেয়েছি। তাই খানিকটা দেরি হয়ে গেছে। আমাদের শ্রোতারা অনেক অপেক্ষা করেছেন, আর বেশি দিন নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।