একদিন বৃষ্টিতে কাক ভেজা তুমি আর আমি কোন বটবৃক্ষের তলে..। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, কেন তুমি আর আমি বলে ভুল করি? কারণ, সেখানটায় আমি নিজে ছাড়া আর কেউ ছিলো না। কেন নিজের মাঝে নিজেরই দ্বৈতছায়া তৈরী হয়?
বৃষ্টি কি তবে বিভ্রম পছন্দ করে? না, এমন করে বলছি কেন?
সে নিজের সাধ্যমত একখানা জগত তৈরী করে দেয়। ভালোবেসে।
কিন্তু সে জানে না বিভ্রান্ত মানুষের যন্ত্রণা। যারা একবার বিভ্রমকে সত্য বলে ধরে নেয়- তাদের জীবনটা অলীক হয়ে যায়। তারা সত্য জগতে প্রবেশ করতে পারে না।
আমি কি চাই? আমি এই বিভ্রমকে ভেঙ্গে দিতে চাই।
তবুও আমি বৃষ্টিকে ভালোবাসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।