- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
বৃষ্টির ঘ্রাণের বিমুগ্ধ আবেশ ঘিরে আছে,
তার শব্দ তুলছে এক অনাবিল সুরের মূর্ছনা..
কেমন এক ভালোলাগায় আচ্ছন্ন হয়ে থাকি
এই বৃষ্টিই শুধু এনে দেয় এমন মাদকতা-
যখন সকল শব্দের দল মেঘ হতে চায়,
আর
ভীষণ অভিমানে বৃষ্টি হয়ে মিশে আত্মায়।
১২ জুলাই ০৮ @০১:৪৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।