আমাদের কথা খুঁজে নিন

   

উষ্ণতার ফসল



বাহুডোরে বেধোঁনা তুমি আমায় -আকাশ ছুতেঁ কষ্ট হবে তোমার স্নিগ্ধ ছোয়াঁয় আবেশে বন্ধ হয় আখিঁর কাপন, অন্ধের মতো হাতড়িয়ে দেখেছি,তোমার ভাজের উষ্ণতা মুগ্ধ স্বপ্নে একেঁ দিয়েছো কপালে, গোলাপী ঠোটের লেপন ।। স্মৃতিকে সৌধ বানিয়ে আর্চনা করি বলে ভেবোনা নৈরাশ্যবাদী হতাশার অন্ধকারে আলোক জোৎস্না খুজেঁ নেয়া কবির কাজ, ঠাট্রা করে আজীবন বলেছো কাক কবি,পড়নি তাই বর্ণমালা আমার হাতের বর্ণমালাকে বলেছো শুধুই ঝরা পাতার ভাজ ।। তোমার বুকের পিরামিড দেখে মনে হয়,রোম পারস্যের মিনার যেখানে খেলা করে বিমুগ্ধ নর্তকীর বসনাহীন আদিম নৃত্য, হিমেল হাওয়ায় তোমার উড়ন্ত কুন্তলা যেন অথিতি পাখির মিছিল যেখানে মিশে থাকে অনন্ত স্বপ্ন,মিশে থাকে আমার আহলাদী কথ্য।। উষ্ণতা বাড়িয়েছো বলে পঙ্গু হয়েছি বুদ্ধি বিবেকে অবেলায় তবুও প্রেমের আতুড়ঘরে এসেছে 'মেহজাবীন' স্বপ্নদ্বার খুলে, সকালের ঝলমল রোদ ছুয়েঁ যায়,তোমার আলতা মেশানো পা মুগ্ধ মেয়ের ঠোট ঝুলে থাকে প্রতিনিয়ত তোমার নিপলে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।