কেবলই নিজেকে খুঁজছি এত যে শীত, শীতের কুয়াশা এত যে হাড় কাঁপানো বৈরী উত্তরে হাওয়া। দরকার হয়না উষ্ণতা তোমার শরীর খোঁজে না অপর শরীরের মাখামাখি উত্তাপ! এতটা শীতল তুমি, শীতলতর হৃদয় তোমার! পাতা ঝরার শব্দ নেই পাতা ভাঙারও শব্দ নেই অনাবাদী বরফাবৃত প্রান্তর সুউচ্চ বৃক্ষরাজি দূরে থাক কোথাও একটা শস্যদানারও খোঁজ মেলে না। এতটা শীতল তুমি, শীতলতর হৃদয় তোমার। বোঝ না অপর উষ্ণতার অপচয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।