আমাদের কথা খুঁজে নিন

   

কে কান্দে? কে?

জানি এখন তোমার ঘরে একলা জীবন গুমরে মরে বিপন্নতায়.. জানি তোমার মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের দৃশ্যমুখর অস্থিরতায়.. তবুও যদি একটি বারো দু'চোখ মিলে দেখতে পার.. পাখির ডানায় আকাশ জলের ছবি.. তখন বুঝবে তোমার হাতেই আছে এই পৃথিবীর চাবি.. সাথেই রেখো এটাই আমার দাবী

শতে শতে টেরাক। মেজাজটা যে কি গরম হইতাছে। হাইওয়েতে টেরাকের পিছনে পোরুম ভাবছে কেডা? চিটাগাং শহর থিক্যা কুমিরা যাইতে এই বিপদে পোরুম জানলে আইতাম কিনা সন্দেহ। আমাগো সি এন জি আলা বেডায় আবার ব্যাপক চালাক। টেরাক সব কাটায়া চিপা চাপা দিয়া এক্কেরে সামনে আয়া পরল।

খাইছে আমারে। ইস্কুল খুইলাছে রে মওলা ইস্কুল খুইলাছে। অগুণতি মটর সাইকেল। কেসডা কি? মাথাডা ভাল কইর‌্যা বাইর কইরা একটু উকি ঝুকি মারলাম। ' জাহাজ ভাঙ্গা শিল্পে কর্মরত শ্রমিকদের দাবী আদায়ে ট্রাক মিছিল ' একই ব্যানার লাগানো সব টেরাকের সামনে।

মটর সাইকেলে বইয়া টেরাক মিছিলরে যারা লিড দিতাছে হেগো ভাবসাব দেইখ্যা কিন্তু মনে অইলনা হেরা জাহাজ ভাইঙ্গা জীবন চালায়। একেক জনের ভাব-সাবই আলাদা। চউক্ষে বিলাতী চশমা লাগানো এক সাহেবে(?) হের দামী বাইক থামায়া কিছু বুঝনের আগেই আমাগো সি এন জি আলারে দিল ঠাঠায়া এক চড়। 'ওই ........ পোলা। মিছিল দেহসনা চউক্ষে? সরা পিছনে তোর সি এন জি।

হা....র জাত। ' সি এন জি আলা করুণ চউক্ষে একটু সাপোর্টের আশায়ই মনে লয় চাইল আমাগো দিকে। আমরা সাহসী তিন মরদ চায়া চায়া দেখলাম শুধু। বিপদে পরুম নাকি কিছু কইয়া? সি এন জি আলা আস্তে কইরা কি একখান দীর্ঘ:শ্বাস ছাড়ল? একটু আগাইতেই দুই গুণ উৎসাহ লইয়া আরেক সাব(?) আইয়া দিল আরো এক থাপ্পড়! জাহাজ ভাঙ্গা শ্রমিক গো লাইগ্যা যাগো এত দরদ, গরীব সি এন জি আলার প্রতি হেগো এত বিরুপ আচরণের কোন কারণ খুইজ্যা পাওয়া গেল না। মনটা ভার হইয়া থাকল বাকিটা পথ।

কুমিরায় জায়গামত পৌছাইলাম। সি এন জি থিক্যা নাইম্যা ভাড়ার লগে বিশটা টেকা বাড়ায়া দিয়া সাবিত ভাই আমাগো অপরাধবোধ হালকা করনের লাইগ্যাই মনে লয় সি এন জি আলার কান্ধে হাত রাইখ্যা কইলেন- 'সরি ভাই'। জোয়ারের বাধ মনে লয় ভাইঙ্গা গেল এতক্ষণে। দেখলাম শক্ত সমর্থ মানুষটার দুই চক্ষু ভাইঙ্গা পড়া পানির ফোটা গুলা মুখের ঘামের লগে মিশ্যা বুক ভিজায়া দিতাছে। মাথা নিচু কইর‌্যা যখন ফিরা আইতেছি, মানুষটার কান্দনের শব্দ ততক্ষণেও বাতাসে মিলায় নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.