আমাদের কথা খুঁজে নিন

   

যে শোকে পরাণ কান্দে...

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

আমার অথই সুখের স্বপ্ন বুকের পরাণখানি সে যে আমার ভালোবাসা চোখের মণি যে ঘর বান্দিলাম আমি ভালোবেসে খরস্রোতা নদীর জলে ভেসে ভেসে ভেঙ্গে গেলো সবটুকু তার, এক নিমিষেই এক নিমিষেই... কথা ছিলো দূর বিকেলে ছায়া হবো তার কথা ছিলো ভালোবেসে মায়া হবো তার সে আশা মোর গুড়ে বালি, গুড়ে বালি বুকের মাঝে পরাণটা আজ বড্ড খালি উড়ে গেলো স্বপ্ন-সাধের সবটুকু যে! এক নিমেষেই এক নিমিষেই... ভালোবাসার দাম যে কত, জানিনা তা বাজার দরে জীবন দিয়ে প্রমাণ কর, ভালোবাসা কিসের তরে কে যে শিখায় ভালোবাসা, ভালোবেসে ভেসে যাওয়া এক জীবনে ভালোবাসার কতটুকু হয় যে পাওয়া সবকিছু আজ ভেসে গেলো নদীর জলে, এক নিমিষেই এক নিমিষেই... জীবন কত দামী যে তার মরণ দিয়ে প্রমাণ হলো মরে গিয়ে জীবন বুঝি মহান হবার সুযোগ পেলো এক জীবনে ভালোবাসা আর কত চাই, এইটুকুই বেশ এক মানুষের বুকের ভিতর ভালোবাসা ধরে কত, এইটুকু শেষ তোমার জীবন তুমিই দিলে, তুমিই নিলে, এক নিমিষেই এক নিমিষেই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.