আমাদের কথা খুঁজে নিন

   

সন্তু লারমার আরেক অপকর্ম..

আমি সত্য কথাই বলি.....যত কঠিনই হোক...

পাহাড়ের কথিত সম্রাট এবং সুশীল প্রতিনিধিদের প্রিয় সন্তু লারমা আজ আরেকটি অপকর্ম করেছেন। তিনি বনবিভাগের আইপ্যাক পোগ্রামের কাজ বন্ধ করে দিয়েছেন। একদল সশস্ত্র ক্যাডারসহ কাপ্তাই বন বিভাগের অফিসে অবস্থিত আইপ্যাক অফিসে গিয়ে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি এই সময় বলেন-সরকার বন,ভূমি এবং পরিবেশ আঞ্চলিক পরিষদের হাতে হস্তান্তর না করা পর্যন্ত তিনি কোন কাজ করতে দেবেননা। কিন্তু পেছনের খবর হলো-সন্তু লারমা পাহাড়ের সব এনজিওর কাছ থেকেই চাঁদা নেন। প্রকল্প পেতে,নানা কর্মসূচীতে। পাহাড়ে এমন একটি এনজিও নেই যার কাছ থেকে চাঁদা নেননি তিনি বা তার দল। কিন্তু আইপ্যাক প্রকল্পটি সরকারি প্রকল্প হওয়ায় সেখান থেকে তার কমিশন পাওয়া হয়নি,তাই যত গোলমাল.......... এই বার দেখা যাবে ধীরে ধীরে আরো এনজি বন্ধ করবেন,চালু করবেন,পাহাড়ে চাঁদাবাজি আর সন্ত্রাসের গডফাদার সন্তু........যার বুকে বাংলাদেশ নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব নেই..... পড়ুন এই লিংক... Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.