আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন সরকারের উদ্দেশে বলেছেন, তিনি ও তাঁর সরকার আদিবাসীবান্ধব নয়, কোনোদিন আদিবাসীবান্ধব হতে পারবেন কি না, তা নিয়ে সংশয় আছে।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে সন্তু লারমা বলেন, ‘১৬ বছর আগে আপনি যে চুক্তি করেছিলেন, আমি প্রশ্ন করছি ১৬ বছর অতিবাহিত হলেও সে প্রতিশ্রুতি কেন পালন করেননি? উত্তরে আপনি অনেক কথাই বলতে পারেন। আমি বলব, আপনি পাহাড়ের আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতারণা করেছেন। আপনি ও আপনার সরকার আদিবাসীবান্ধব হতে পারেননি। কোনো দিন হতে পারবেন কি না, সে প্রশ্ন রয়ে গেছে।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।