সোমবার সকাল ১০টার দিকে রাঙামাটির নানিয়ার চর উপজেলার বেতছড়ি এলাকায় এ হামলা হয় বলে গাড়িবহরে থাকা সন্তু লারমার ব্যক্তিগত সহকারী বরুণ চাকমা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, শান্তিচুক্তি বিরোধী পাহাড়ি সংগঠন ইউপিডিএফ এ হামলা চালিয়েছে। হামলার সময় ইট-পাটকেলের পাশাপাশি গুলিও ছোড়া হয়। ইটপাটকেলের আঘাতে একটি মাইক্রোবাসের কাঁচ ভেঙ্গে যায় এবং দুটি পাজারো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খাগড়াছড়িতে রোববার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠকে যোগ দিয়ে সোমবার সকালে রাঙামাটি ফিরছিলেন সন্তু লারমা।
এ বিষয়ে রাঙামাটির কোতয়ালী থানার ওসি বাবুল সরদার বলেন, "শুনেছি সন্তু লারমা রাঙামাটি ফেরার পথে বেতছড়ি এলাকায় তার গাড়িবহরে হামলা হয়েছে। তবে গুলি ছোড়ার কথা তিনি জানেন না বলে জানান। " পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক মঙ্গল কুমার চাকমা এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। এর আগে গত ২৭ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সভায় যোগ দিতে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সন্তু লারমার গাড়িবহর লক্ষ করে গুলি চালিয়েছিলো দুষ্কৃতিকারীরা।
জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা ওই হামলার জন্য ইউপিডিএফকে দায়ী করেছিলেন। এক যুগ আগে সন্তু লারমার সঙ্গে সরকারের পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর ওই চুক্তির বিরোধিতা করে ইউপিডিএফ সংগঠনটির জন্ম হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।