আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন যাত্রার মাঝামাঝি



২রা ফাল্গুন, ১৪১৪ , যেনতেন নয় , বিশেষ একটি দিন । দিনটি ১৪ ফ্রেব্রুয়ারীও বটে । ভালবাসা দিবস । সেই দিনই শুরু হয়েছিল আমাদের স্বপ্ন যাত্রা । স্কুল কলেজের গন্ডি পেরিয়ে আমরা প্রবেশ করলাম বিশ্ববিদ্যালয় জীবনে ।

পা রাখি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির(ইউআইইউ) প্রাঙ্গঁনে । নতুন সব মুখ , নতুন পরিবেশ । সেই দিনই আমাদের আপন করে নেয় ইউআইইউ । স্যারদের সেইদিনের সম্ভাষন যেন এখনো কানে ভেসে আসে । আমাদের অফিসিয়াল পরিচয় হয় ০৮১ ব্যাচ ।

ভালবাসা দিবসের সেই সূচনা আক্ষরিক অর্থেই যে আমাদের সারাটি জীবনের সঙ্গী হবে, তা হয়তো সেইদিন কেউ একসুতোও টের পাইনি । সেই ভালবাসা আমাদের সঙ্গী হয়েছে, কারণ বিশ্ববিদ্যালয় জীবনে আমরা সবাই প্রেমে পড়েছি । কিন্তু এই প্রেম সকল মানবিক ধারনার উর্ধ্ধে । আমরা প্রেমে পড়েছি আমাদের ক্যাম্পাসের, আমাদের শিক্ষকদের স্নেহের , সিনিয়রদের সহযোগিতার এবং অনুজদের শ্রদ্ধার । দেশের বিভিন্ন স্থান থেকে আসা সহপাঠীদের, একই স্বপ্নের স্বাপ্নিক হয়ে উঠার গল্প আমাদের এই বিশ্ববিদ্যালয় জীবনের গল্প ।

এই সময়ে ইউআইইউ আমাদের যা দিয়েছে তা অকল্পনীয় । দেশীয় সংস্কৃত বুকে নিয়ে কিভাবে বিশ্ব নাগরিক হওয়া যায় , মাদকতার বধ্যভূমি থেকে কিভাবে নিজেকে ও সমাজকে দূরে রাখা যায় , নিজ লোভ লালসা থেকে যে দেশের সেবাই পরম কাম্য, তার সবটুকুই আমাদের বারবার স্মরন করিয়ে দিচ্ছে আমাদের ইউআইইউ । আমাদের সৌভাগ্য এই বিশ্ববিদ্যালয়ে এসে অনেক জ্ঞানীগুনী ব্যাক্তিত্বের সংস্পর্শে আসতে পেরেছি আমরা । তাদের মধ্যে মুনির হাসান , মোহিত কামাল , দন্ত্যস রওশনের নাম না নিলেই নয় । তাদের ক্ষনিকের বক্তৃতা আজীবনের জন্য দাঁগ কেটে গেছে এই মনে ।

এই সময়ে ০৮১ এর সহযাত্রীদের কেউ থিয়েটার , কেউ বির্তক , কেউ প্রযুক্তির আঙ্গিনায় প্রতিষ্ঠিত হয়েছে , কেউবা করেছে শুধুই পড়ালেখা । তাদের সাথে সাথে প্রত্যেক সহযাত্রী আপন করে নিয়েছে সেইসব মূহূর্তগুলো । স্বপ্নের ভিতরেও যে বাচা যায় তা এই বিশ্ববিদ্যালয় জীবনেই উপলব্ধি করেছি । যাত্রা পথও যে গন্তব্যর চেয়ে মধুর হতে পারে তাও এখন আমাদের জানা । আজ এত সব সৃত্মিচারনের এক বিশেষ উপলক্ষ্য আছে ।

ক’দিন আগে আমরা পাড়ি দিলাম আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের অর্ধেক সময়টুকু । পুরো ২টি বছর । সময় যে কত দ্রুত গড়িয়ে যায় , আমরা তা এবার বুঝতে পারলাম । এই বিশেষ দিনটিকে চির স্মরনীয় করে রাখতে আমরা দিনটি নিজেদের মত করে পালন করি । নিজের কাছে প্রতিজ্ঞা করি প্রতি বছর যে যেখানেই থাকিনা কেন একত্রিত হওয়ার চেষ্টা করব ।

সবার মাঝে অবশ্য চাপা একটা দুঃখও আছে , কারন আর মাত্র দু বছর, তারপর ছেড়ে দিতে হবে এই প্রাঙ্গন , দূরে চলে যেতে একে অপরের । কিন্তু কেন যেন কেউই এ অনুভুতি প্রকাশ করার ভাষা খুজে পাই না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.