মানুষ মানুষের জন্যে
ইবনে সিনা বিখ্যাত চিকিৎসক দার্শনিক, জ্যোতির্বিদ, রসায়নবিদ, গণিতবিদ, ভাষাবিদ, বিশ্বকোষপ্রণেতা, এমনকি কবি হিসেবেও তার খ্যাতি রয়েছে। পুরো নাম আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তিনি ৯৮০ খ্রিস্টাব্দে বুখারার নিকটবর্তী আফসানায় জন্মগ্রহণ করেন।
(কানুন ফিৎ-তিবব) (Canon of Medicine) নামে চিকিৎসাবিষয়ক বিশাল বিশ্বকোষ তাঁর অমর কীর্তি। প্রায় ১০ লক্ষ শব্দবিশিষ্ট এই বিশ্বকোষ মধ্যযুগে ব্যাপকভাবে অনূদিত হয়েছিল।
বিষয়বস্তু ও রচনার গুণে বইটি রচনার পর ছয়শ বছরেরও অধিক সময় ধরে ব্যবহৃত হয়ে এসেছে এবং এখনো প্রাচ্যের বিভিন্ন দেশে সহায়কগ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ইবনে সিনা রচিত গ্রন্থের সংখ্যা একশরও বেশি। তার বইগুলোর মধ্যে অধিকাংশই আরবি ভাষায় এবং কিছু সংখ্যক ফার্সি ভাষায় রচিত। তিনি চিকিৎসাবিষয়ক ১৬টি বই, দর্শন ও অধ্যাত্মবিদ্যা বিষয়ক ৬৮টি বই এবং জ্যোতির্বিদ্যা বিষয়ক ১১টি বই ছাড়াও ৪টি কাব্যগ্রস্থ রচনা করেন।
তিনি (কিতাবুশ শিফ) নামে দুই খণ্ডে বিভক্ত একটি দার্শনিক বিশ্বকোষ রচনা করেন।
ইবনে সিনার দর্শন ‘আভিসেনা মেটাফিজিসেস কমপেন্ডিউম) (Avicennae Metaphysices Compendium) নামক আধুনিক ল্যাটিন অনুবাদগ্রন্থে সন্নিবেশিত হয়েছে।
ইবনে সিনা গতি, স্পর্শ, বল, শূন্য, অসীম, আলো, তাপ প্রভৃতি বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। আপেক্ষিক গুরুত্ব বিষয়েও তিনি পর্যবেক্ষণ চালিয়েছিলেন। তিনি ১০৩৭ সালে পরলোক গমন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।