আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তর্ক অলস দেমাগের কাজ



যুক্তি জিনিষটা মানুষের কর্ম। মানুষ হলো সসীম। ঈশ্বর হলেন অসীম। সসীমের সীমাবদ্ধতা নিয়ে অসীমকে বুঝতে গিয়ে কেউ যদি বিভ্রান্ত হয়ে ঈশ্বাস নেই বলে তবে আমরা তার সীমাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করতে পারি। আমার বুঝে আসে না আমাদের আস্তিক বন্ধুরা এইটা নিয়ে এত তর্ক করে সময় নষ্ট করছেন কেনো? নাস্তিক দাবীদারদের মধ্যে কেউ কেউ আছেন আতেল।

তারা সর্বদা-ই আতলামীতে মজা পান। তর্কটা শুধু শুধু তারাই শুরু করেন। এই তর্কটা আমার মতে অলস দেমাগের কারনে সৃষ্টি হয়েছে। তর্ক করে পৃথিবীর কেউ যেমন ঈশ্বর আছেন তা একেবারে প্রমাণ করতে পারবেন না, তেমনি ঈশ্বর নেই তাও প্রমাণ করতে পারবেন না। তাই আমার মতে এটা তর্কের কোন বিষয় নয়।

তা নিয়ে যারা তর্ক-বিতর্কে জড়িয়ে থাকেন তারা মূলত অলস দেমাগী। ইঙলিশে একটা প্রবাদ আছে-এমটি মাইণ্ড ডেবল হাউস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।