পরিবর্তিত হৃদয়
আজম মাহমুদ
আমার চোখে রাখো তুমি চোখ-
আমার চোখ রেখেছি আমি বরেন্দ্র মিউজিয়াম,
হৃদয় দিয়ে খোঁজ আমার মন
সেই মন আজ ভরে গেছে বাৎসায়নের কাম।
কবে তুমি আসবে বলে
রেখেছিলাম হৃদয়টা আমার দীর্ঘ অনাবাদী,
আসোনি এতো দিন তাই
সেই জমি হয়েছে নিলাম, হয়ে গেছে আনন্দবাদী।
এখন যদি ফিরে চাও
পাবেনা আর সেই শুদ্ধতম হৃদয়ের কানাকড়ি,
হৃদয় তাই রেখেছি বাক্সে
যেখানে দাম উঠে সোনা মেপে ভরি ভরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।