আমাদের কথা খুঁজে নিন

   

পরিবর্তিত রূপ

মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░ একপাশে সাগর। ওটা কোন সাগর! ঠিক ঠিক মনে আসছেনা তার। ওপাশে মরুভূমি। সাগর আর মরুর মাঝে একটা ছোট্ট উদ্যান।

কয়েকটা গাছ রয়েছে সেখানে। আকাশি? হবে হয়তো। না হলেও কিছু যায় আসে না। অনেক অনেক আগের কথা। একটা সময়।

এইখানে। এই গাছটায় ছিল হাজারো পাখিদের আনাগোনা। বাবুই, টিয়া, শালিক, ময়না সহ আরও কত শত শত অজানা দেশের নাম না জানা অনেক অনেক অচেনা পাখিদের কুজনে সরব থাকতো এই বাগানটা। ওরা খেলা করতো। গাইতো গান।

ফুলে ফুলে ওড়ে বেড়াতো। কিন্তু ওদের কাউকে কোত্থাও দেখা যাচ্ছে না আজ। যেনো হারিয়ে গেছে কোনও অজানায়। বাগানের ফুলগুলি ঠিকই ফুটেছে আগরে মতোই। সাথে আরও কতো রকমের বুনো ফুল... যা আগে কখনও ছিলনা।

ওর হয়তো জানা নেই–– সেই পাখিগুলো আজ অন্য কোথাও। অন্য কোনও বাগানে। কিচির মিচির আওয়াজে মেতেছে তারা। অথবা কোনও বনে। কিংবা কোনও নদীর তীরে।

বা কোনও এক সাগরের পারে। অন্য কোনও ভুবনে। কী ওটা?–– ওটা পরিবর্তন! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.