উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
(বারীন ঘোষাল কে)
অগ্নিকুণ্ডের উর্ধ্বগামী পথ
স্মৃতি ও চুম্বনের ভাষা জেনে গেছে কাঠচেরাইকারী,
তাঁর মাথার খুলিতে মেঘ আর নদী
সংরাগের অভ্যন্তরে - পাথর কুচি, মিথুন উল্লাস।
সূর্যাস্তের বালুতে অস্পষ্ট মুখোশেরা
স্নানের কৌশল, বাজিহারা পালকেরা
সমুদ্রপৃষ্ঠায় ভুল অক্ষরের হাড়। জলক্রন্দন।
ভূ-পৃষ্ঠের সমস্ত কুয়াশা
কুড়াতে গিয়ে - যেসব দুগ্ধগন্ধী শাবকেরা
আর ঘরে ফেরেনি, তাদের জন্য
শোকফোরাম, এর হলদেটে বক্ষের সীমায়
হরিণ শিকারিরা - বনভোজনে গেছে।
লাল - নষ্ট ফলের গন্ধে বার্তা প্রেরকের গলন্ত মগজে
লিখে রাখে নদীর স্নান
হরণের প্রলুব্ধ ঘড়ি থেকে ছিটকে আসা রোদনের
ব্লাকবোর্ড ভরে ওঠে পেখমে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।