আমাদের কথা খুঁজে নিন

   

উপন্যাস ১৮+ রাইসু সংবাদ



পার্বত্য চট্টগ্রামে চাকমা, মারমা বধ প্রকল্প আপাতত স্থগিত করা গেছে, এই জন্য ব্লগে একটু লেখা যাইতেছে। ব্রাত্য রাইসু সাহেব ইংরেজী বিভাগের এক শিক্ষকরে নিয়া একটা উপন্যাস ফাঁদছেন। দুইজনে মিল্লা একটা উপন্যাস লিখচেন। কোন একটা ছবিতে দেখচি, দুইটা পোলা একটা মাইয়ার, সামনে পিচনে, আবার এরকমও দেকা গেচে, দুইজন একই দিকে। ছি ছি, এগুলা কি বলতেছি? আসলে এই মিল্লামিশা উপন্যাস লেখা দেইখ্যা আমার এগুলান মনে হইছে।

তবে উপন্যাস যে হইয়া উঠে নাই এটা আমি নিশ্চিত। উনাদের দুষ নাই আর আইডিয়াটা নতুন না। সিনেমায় তো দেখাই যায়, কবিতায় ও দেখা যায়। আমাগো শুচিবায়ুগ্রস্ত সৈয়দ বংশীয় কবিরা এখনও শুরু করতে পারেন নাই, বা করলেও ডরে বাইর করেন না, (সবাই তো রাইসুর মত সাহসী না) কিন্তু পশ্চিমে এই মিল্লা মিশা কবিতা লিখা স্টার্ট হইয়া গেচে। একবার আমাগো স্কুলে এক ক্লাশে মাস্টার আসে নাই।

আমরা মিল্লা মিশা চটি লিখছিলাম। ক্লাশ আবার ঐটা পড়াও হইছিল। খুব হিট হইছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.