এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
শুরুতেই বাঘাইছড়িতে ঘটে যাওয়া নৃশংসতার নিন্দা জানাই। দোষীরা সাজা পাক।
বাঘাইছড়ির ঘটনায় আমাদের মিডিয়ার ৯০%-এর অধিক বাঙালিমানুষ আদিবাসীদের পক্ষে কথা বলে মানবতাবোধের উজ্জ্বল উদাহরণ প্রকাশ করেছেন। বীর বাঙালিদের সাধুবাদ জানাই।
একটা বিষয় লক্ষ করি, বাঙালি-পাহাড়ি ঘটনায় সর্বদাই ৭১-এর পাকিস্তানিদের টেনে আনা হয়- বাঙালিরা পাকিস্তানিদের মতো আচরণ করছেন। আমার ক্ষুদ্র জ্ঞানে জানি, ৭১-এ পশ্চিম পাকিস্তানে বাঙালিদের জন্য সমবেদনা, সহমর্মিতা ও সহমত প্রকাশের জন্য একটা পশুপক্ষীও ছিল না; অথচ সেই আমরা পাহাড়ে একটা কিছু ঘটলেই ওখানকার নির্যাতিত বাঙালিদের খোঁজখবর না নিয়ে পাহাড়িদের জন্য মায়াকান্না করতে করতে চোখ দিয়ে খুন বের করে ফেলি।
আমার মনে হয়, বাঙালিরা অনেক সংবেদনশীল জাতি; আর মনে হয় ভীতুরা আর অসহায়রা এতোখানি সংবেদনশীল হয়ে থাকেন।
আমাদের হাবভাব ও কাজকর্মে আমরা প্রমাণ করে ছাড়ি, আমাদের মত বিচিত্র স্বভাবের জাতি পৃথিবীতে আর একটিও নেই।
কে কোথাকার আদিবাসী, তা খুঁজতে গেলে কম্বলের লোম বাছার মতো কিছুই অবশিষ্ট থাকবে না শেষমেষ। এই বঙ্গ+আলের পূর্বপুরুষেরা পাঁচ/ছয় হাজারেরও বেশি বছর আগে এসে বাংলা-ভূখণ্ডে বসতি গড়েছিল। অনার্য নেগ্রিটো-অস্ট্রিক-দ্রাবিড়-ভোটচীনীয়রা আমাদের পূর্বপুরুষ, যাঁদের রক্ত আর্যগোষ্ঠিতে উত্তরসূরি।
তাহলে কী দাঁড়ালো? বাঙালিরা কি সমগ্র বাংলার আদিগোষ্ঠি নন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।