ঝিনাইদহ সড়ক বিভাগের ঠিকাদার শরিফ আহম্মেদকে শুক্রবার রাতে শহরের আরাপপুর এলাকা থেকে চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলায় পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শরীফ জেলার হরিনাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামের মৃত আহম্মদ সরদারের ছেলে। এদিকে আজ শনিবার মামলার বাদী অভিযোগ করেছে ঠিকাদার সন্ত্রাসী শরীফ বাহিনী তাকে হত্যার হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, শরিফ আহম্মেদ দীর্ঘদিন ধরে ঠিকাদারদের হুমকী দিয়ে চাঁদা দাবী করে আসছিলেন।
সড়ক বিভাগের আরেক ঠিকাদার শাহিনুর আলমের কাছে শরীফ দেড় কোটি টাকা চাঁদা দাবী করেন। চাঁদার টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও শরীফ হুমকি দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঠিকাদার শাহিনুর আলম শাহিন ঝিনাইদহ সদর থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য শরীফ ঝিনাইদহ সড়ক বিভাগের ঠিকাদারী ব্যবসার পাশাপাশি সন্ত্রাসীদের গডফাদার হিসাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
শরীফ এবং তার বাহিনী দিয়ে অস্ত্রবাজির কারনে সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী জিম্মি হয়ে পড়ে। অনেক সময় নিম্নমানের কাজ করে জোর করে বিল তুলে নিতেন। এছাড়া তার বাহিনী দিয়ে শহরে বেপরোয়া চাঁদাবাজি করে থাকে বলে অভিযোগ রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।