শব্দশিখা জ্বলে...
আবদুর রব
পাগল হাঁকছে—
সমুদ্র নীল রং আর
ভুঁই ফুঁড়ে শব্দ আসছে অদৃশ্য অভ্যন্তর থেকে।
আরে, এ তো সেই নাবিক, জলদাস!
ঈশ্বর ও প্রেতাত্মার তাড়া খেয়ে এসে উঠেছিল
রাজার বাড়িতে;
সেখানে প্রাসাদ ষড়যন্ত্রে বন্দী—
স্ত্রী-পুত্রের স্নেহে অন্ধ;
সারাক্ষণ ভাগ হয়ে যাওয়া
দেশ আয়নায়
দেখছে নিজের প্রতিবিম্ব।
এ তো সেই লোক— সত্যবাদী, ক্ষত-বিক্ষত;
ঈশ্বরের বাগানে
বয়স বাড়ার সাথে সাথে
হয়ে গেছে ছেদিলাল—
তার সঙ্গে বিবি থাকে। লেড়কি থাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।