আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণহীন কবিতার খাতা - ০২

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " আমরা মানুষ বলে আমরা মানুষ বলে- বাড়ি ঘর সংসার লোভ ক্রোধ হিংসা ভয় আর প্রতিযোগিতে এসে আছড়ে ফেলে দেয় আমাদের জীবনের পাড়ে; প্রীতি প্রেম ভালোবাসা বিমুখ হয়ে ফিরে যায় নদীর ওপারে; আমরা মানুষ বলে- বাবা মা ভাই বোন বন্ধু পরিজন হয়ে হৃদয়ের ব্যথা সব জালাঞ্জলি দিয়ে, অভিনয়ে ভেসে যাই জীবনের বাঁকে তৃপ্ত হই সুখে; কখনো হৃদয় মরে কষ্টের আঘাতে; আমরা মানুষ বলে- ইতিহাস হই - হতে চাই পৃথিবীর পরে সব মানুষের মনে, আমাদের নামগুলি যেতে চাই রেখে; আমরা মানুষ বলে- ভালোবাসা চাই তবু শুধু ব্যথা পাই; বিচ্ছেদ বিরহে তাই একা কেঁদে যাই; পুড়ে যাই গ্রীষ্মের রোদে বর্ষায় ভিজে- কোন এক শীতের সকালে হেটে চলি হলুদ হৃদয়ে সূর্যের দিকে চেয়ে ; আমরা মানুষ বলে- চাই না আর মানুষের মতো হতে, কামনা বাসনা সব ধুলো হয় হঠাৎ ঝড়ের আঘাতে; কি লাভ মানুষ হয়ে? শুধু পড়ে থেকে ব্যথা পেয়ে একাকী অন্ধকারে; আমরা মানুষ বলে- পাখি হয়ে যেতে চাই উড়ে ফুল হয়ে ফুটতে চাই বনে, মুগ্ধ হয়ে ভাসতে চাই পুর্নিমার মায়াবী আলোতে; সংসার সমুদ্রের এই কাটাভরা তীরে চাইনা দুঃখ নিতে চাইনা ক্লান্ত হতে পড়ে থাকা শামুকের ঘায়ে; ঠিকানাবিহীন নীল আকাশের তলে, সংসার কেন শুধু কাধে চেপে বসে? সংসার কেন শুধু কাধে চেপে বসে ! আমরা মানুষ বলে- মানুষেরেই করে যাই ভয়, কিবা ক্ষতি - এই মন যদি পাখি হয় ! (আমরা মানুষ বলে, ডি মুন, ০৬/০৫/২০১৩, সকাল ১১;৫৫) আমাকে ভালোবাসো তো? 'তুমি আমাকে ভালোবাসো তো?'- উত্তরের অপেক্ষায় তোমার দিকে তাকালাম ; তুমি তখন অন্যমনা আসন্ন সুখের উত্তেজনায় আর ভবিষ্যতের ভাবনায় বিহ্বল বললে - ' আমরা কিন্তু বিয়ের পর পরই বাইরে যাবো' আমি মাথা নাড়লাম, আমাদের বিয়ে হলো; আমরা বাইরে গেলাম , হানিমুন যাকে বলে ! গোধূলির স্নিগ্ধ আলো পড়েছে তোমার মুখে, তোমার হাত আমার বাহুতে বন্দী; আকাশে একঝাক পাখি ডাক দিয়ে উড়ে গেল দিগন্তের দিকে আমাদের নগ্ন পায়ের নিচে অজস্র হলুদ ফুল পড়ে আছে, এই সৌন্দর্যে তোমাকে পাশেপেয়ে আমি পূর্ণহলাম ; তোমার চোখের দিকে তাকিয়ে আমি বললাম -' আমাকে তুমিভালোবাসো তো?' কি যেন ভাবলে তুমি হঠাৎ বললে- ' আমাদের একটা বেগুনি রঙের গাড়ি হোক ' আমাদের বেগুনি রঙের একটা গাড়ি হলো, যদিও আমার প্রিয় রঙ সাদা; আর গাড়িতে আমার যেন কেমন দম বন্ধ লাগে, তবুও তোমার হাসিতে আমি আরোগ্য হলাম ! একদিন আমাদের জানালায় বৃষ্টি নেমে এলো; তোমার মুখে বৃষ্টির ছাট এসে লাগছে, একগুচ্ছ কদম হাতে তোমাকে বললাম ' তুমি আমাকে ভালোবাসো তো?' কি যেন ভাবলে তুমি, হঠাৎ নীরবতা ভেঙে বললে- ' আমাদের এর চেয়ে বড় একটা বাড়ি হোক ' অনেকদিন হলো; আমি পথে পড়ে থাকা হলুদ ফুলের ভীড়ে হেটে যাই না, তোমার মুখেও আর বৃষ্টির ছাট এসে লাগে না আকাশে উড়ন্ত পাখিদের ডাক কত আগে শেষ হয়ে গেছে, কাঠবাদামের মায়াবী ছায়াটার সাথে কবেই বিচ্ছেদ হয়ে গেছে; আমাদের অনেক বড় একটা বাড়ি হয়েছে, বেগুনি রঙের একটা গাড়ি হয়েছে আর, আমরা হানিমুনে বাইরেও গিয়েছিলাম; কিন্ত বিশ্বাস করো- এসবের কিছুই আমি চাইনি, আমি শুধু তোমাকে ভালোবাসার অবসর চেয়েছিলাম ! আমার নগ্ন পা শিশিরে ভিজিয়ে শুধু জানতে চেয়েছিলাম তুমিও আমাকে ভালোবাসো কিনা? ( আমাকে ভালোবাসো তো?, ডি মুন, ০৩/০৫/২০১৩, রাত ১০;৫৩)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।