আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণহীন কবিতার খাতা - ০৩

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " আরো কিছু আগে আরো কিছু আগে , পৃথিবীর পরে আসি নাই কেন আমরা দুজন ; বিশুদ্ধ বাতাসে মেলে দিয়ে আমাদের মন, বিস্মৃত হয়নি কেন সব নাগরিক প্রলোভন; আরো কিছু আগে; বৃষ্টি এলে পালিয়ে যেতনা কেউ অসুখের ভয়ে, শ্রাবণ নীরে আড়ষ্ট থাকেনি কেউ রুদ্ধ গৃহকোণে, নদীর জলেতে ছিলো না বিষ শুদ্ধস্নানে শুদ্ধ হতো সবাই অহর্নিশ; আরো কিছু আগে, প্রয়োজন কিবা অপ্রয়োজনে, হাসি আর গানে যেত ভিজে প্রতিটি গোলাপের প্রাণ; অবিরাম ভালোবেসে ভেসে যেত ভ্রমরের দল অকারণে ; দুপুরে রোদের সাথে বাতাসের হতো খুব খেলা, ভালো ছিলো সেইসব পুরাতন নির্জন বেলা অবেলা আজকের চেয়ে বহুগুণে ; আরো কিছু আগে, রাতের শরীর ছিড়ে নেমে যেতো চাঁদ আমাদের উঠোনে; হাসনাহেনা আর রজনীগন্ধার ঘ্রাণে প্রেমে আর পবিত্রতায় আমরা যেতাম বয়ে সকালের স্নিগ্ধতার দিকে; শাপলার সাদা রঙ তোমার মুখের পরে একে- মেঠো কোন বাকাঁ পথ ধরে হারিয়ে যেতাম নগ্নপায়ে হেটে হেটে ; এতদিন পরে আজ এই শহর নগরে কোথাও পাই না আর তোমার তুমিকে ; কোথাও পাই না খুজেঁ আমার আমিকে; হারিয়ে ফেলেছি যা সময়ের স্রোতে আধুনিক জীবনে তার কি এমন মানে ! আরো কিছু আগে, গভীর কোন নির্জন প্রান্তরে কেন তুমি চিনলেনা আমার নয়ন; এতো দেরি করে কেন হলো দেখা আমাদের ; কেন হলো দিনশেষে বিষন্ন এমন ? কেন ঝরে আজ চোখেআষাঢ় শ্রাবণ ! (আরো কিছু আগে, ডি মুন, ০৯/০৫/১৩, রাত ০৪;০৫০) নষ্ট শহুরে জীবন এইসব ভোর কতগুলো মুমূর্ষ মানুষের " বেচেঁ থাকার সংগ্রামে নষ্ট হয়ে যায় প্রতিদিন। মানুষের ঘামে ভিজে পেট্রোল-ডিজেলের পোড়া গন্ধ বুকে নিয়ে প্রতিদিন শহুরে সকাল নষ্ট হয়ে যায় একটু একটু করে। সবাই ছুটে যায় কাজে অসহায় চোখ রেখে শহরের জ্যামে প্রতিনিয়ত সংগ্রাম আর প্রতিযোগিতায়, শহরের মানুষ- ভোরের স্নিগ্ধতা দুমড়ে মুচড়ে মোটরযানে চেপে, ঘাম আর ইন্জিনের শব্দ- গন্ধ শরীরে মেখে, অবশেষে পৌছে যায় স্কুল-কলেজ, অফিস, কর্মস্থলে ; বাস-স্টপেজে সারি সারি অপেক্ষমান করুণ বিবর্ণ মুখ দেখে, হঠাৎ বিষন্নতা এসে ভর করে মনে ; আমরা ভেসে যায় কেন ক্রমশঃ জটিল থেকে জটিলতর পৃথিবীর দিকে? সকাল-সন্ধ্যা শুধু খ্যাতি সম্মান আর অর্থের পিছনে ছুটে, কেন ভুলে থাকি সকালের, গোধূলির নিরর্থক নির্জনতার মানে? কতো ভুল তারা যাদের জীবনের নেই স্থিতি ; জীবনের কাধে চেপে মোহ,লোভ, ক্ষমতা আর খ্যাতি নিষ্ঠুর কৌতুকে তাদের মুখের দিকে থাকে শুধু চেয়ে ; সকাল থেকে সন্ধা অবধি তবুও ব্যস্ততায় অস্থিরতায় ছুটে চলে শহুরে জীবন ; বাসে, ট্রেনে, রিকশায় অথবা মোটরযানে; বেচে থাকার তীব্র প্রয়োজনে, যদিও একদিন যেতে হয় মরে সব ব্যস্ততা ঝেড়ে ফেলে মাটির উপরে। যারা উপেক্ষা করে যায় সকালের ফুটপাতে পড়ে থাকা বকুলের ঘ্রান অথবা জীর্ণ পান্ডুলিপিতে ঘুমন্ত কোন পুরাতন কবিতার প্রাণ ! শহুরে সন্ধ্যা আর শহুরে সকাল কি নিষ্ঠুর কৌতুকে সেইসব মানুষেরে দ্যাখে, সকালের ফুটপাতে একা একা হেটে আমি আজ সব গেছি বুঝে। ( নষ্ট শহুরে জীবন, ডি মুন, ১৩/০৫/২০১৩, রাত ১১;৪৪)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।