২৫ মার্চ ১৯৭১ এর কথা কে না জানেন ।
কিন্তু পাহাড়িদের কথা উঠলে সেসব কথা কেউ মেন রাখত েচান ন া।
আমি বলছি না, নিরীহ মানুষ হত্যা করে করে কোনও আনন্দোলন হয় কিন্তু কেন এই সহিংসতা ছড়িয়ে পড়ে, তার খোঁজ কেউ রেখেছেন কী?
বাঙালী হোক, পাহাড়ি হোক, হত্যার নীতি সমর্থন করি না ।
তবে অধিকার দেয়ায় কিন্তু আমি পাহাড়িদের পক্ষে।
কততা অধিকার পেয়েছেন তারা ???
ছোট্ট উদাহরন দেই, এই ব্লগে দেখছেন কী কোনও পাহাড়ি ব্লগার ?
মানে বোঝা যায় কতটা মেইনস্ট্রীমে আনা হয়েছে তাদের।
নেক্সাস ও সুধাসদন কিংবা পী মুন্সি'র মত মত অবল্বনকারি কিংবা রাগ ইমনের মত তাদের সাপোর্টাররা কী করে সেন্সর ছাড়া এখনও টিঁকে আছেন ?
সাম্প্রদায়িকতা কী সামু'র একুশে আইনে আটকায় না ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।