জলপাই বনের বিশ্রাম ছেড়ে উঠে এলে তুমি
শব্দের শিকড়ে শব্দ মুহূর্তের আভূমি আকাশ
ফেলে,তুমি ও তোমার চিহ্ণ ফেলে,তুমি সর্বনাশ
ঠেলে উঠে এলে শব্দে-শব্দে,বাজিয়ে ইচ্ছের ঝুমঝুমি।
কেন যে বেকাবু তুমি হয়েছিলে সহিষ্ণু লৌকিক
অসংখ্য ধারালো দাঁত,জিভ ছুঁয়েছিল তোমার শরীর
তৃষ্ণা আর অনন্তকালের ক্ষুধা তোমাকে অধীর
ঠেলে দিয়েছিল জানি,তবু প্রেম ছিলনা মৌখিক।
ইচ্ছাকৃত তুমি নেমে গিয়েছিলে গ্রহণের খাদে
প্রান্তর নিবিড় বনভূমি ছুঁয়ে তুমি গিয়েছিলে সামন্ত পুরুষে
লুকোনো দাঁতের ক্ষত গায়ে মেখে আবারো প্রত্যুষে
ফিরেছিলে ছিন্ন লোকালয়ে।অন্য তুমি,তীব্র প্রতিবাদে।
তৃষ্ণায় অধীর তুমি গিয়েছিলে শেষ তৃষ্ণা তক
উঠে এলে তীব্র নারী,প্রতিবাদী অথবা ঘাতক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।