বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!
মানুষ শুধু স্বর্গে যাবে পূণ্যের বিচারে,
পাপী দেবতা স্বর্গেতে রয় কিসের অধিকারে?
স্বর্গ কি শুধু দেবতার তরে,মানুষের তরে নয়?
মানুষ যদি নিজেই মর্ত্যে স্বর্গ রচিয়া লয়,
দেবতা কি তবে স্বর্গ ছাড়িয়া মর্ত্যে জমাবে পাড়ি?
মানুষ কেন মর্ত্যেতে রয় নিজের স্বর্গ ছাড়ি?
দেবতার মন গড়া কি সবই পাপ পূণ্য তবে?
শক্তির জোরে-মিথ্যে আশায় মানুষকে ঠকাবে!
মানবো না মোরা এই অবিচার,করব না মাথা নত,
মর্ত্যেতে মোরা স্বর্গ রচিব নিজেদের মন মত,
তখন যদি দেবতা মর্ত্য নিতে চায় অধিকারে,
সকলে মোরা প্রতিবাদ করি তাড়াব দেবতারে,
সময় হয়েছে জেগে উঠিবার,দেবতারা সাবধান!
অনাগত কালের নব জাগরণে গাই সাম্যের গান!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।