আমি শুধু মধু থেকে নীলে ,নীল থেকে মধুর ভেতরে ছড়াচ্ছি নিজেকে.........
আহত পাওয়া
তোমার চেয়ে দুরূহ যে, তাকেই পাওয়া সহজ হলো
এই নিখিলে সহজ পাওয়া যায় না
নির্বিচারে গ্রহন করার সেই অধিকার জর্জরিত
সমগ্রতার একটু ফাকি সয় না।
তোমার মতো আলিঙ্গনে উম্মাদনার দুর্গ তুলে
সরল হাতে শুল্ক নিতে চায় না,
বুকের ক্ষত গাঢ় হলে উপাস্য সে রৌদ্র জলে
এমন শর্ত অনিচ্ছুকের রয় না।
দুই মুকুরে আন্চলিকি, কেউ প্রিয় তার কেউ অতিথি
প্রচলিত, করে না বন্চনা
তোমার কাছে আহত হলে, অধিকারের দৈর্ঘ্য বাড়ে
এই হিশেবে সবারই পরগনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।