সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
শ্রাবন ভরা প্রাতে
নিদ্রাবিহীন বৃষ্টি ঝরা রাতে
কাটছে সময় অতীত রোমন্থনে
এমনি সে এক শ্রাবন ভরা প্রাতে
ভুলিয়েছিলে সপ্ত রাজার ধনে
অল্পদিনে বুঝিয়ে দিলে সখি
সব ধনে নেই সবার অধিকার
স্বপ্ন সেটা দেখতে পারে সবে
পূর্ণ করার সাধ্য কোথা আর
কল্পদেশের মেঘকুমারি তুমি
করলে বসত মেঘের দেশে গিয়ে
মাটির মানুষ মাটির পরে থাকে
দুঃখ সুখের চাওয়া পাওয়া নিয়ে
মোহন বাঁশী সুর হারালো কবে
এই বুকে কই সেই সূর-মুর্ছনা
মোহের বাঁধন খুললে যেদিন রানী
শুন্য বাঁধন শুন্য প্রেম-অর্চনা
এই আমি কি সেই আমি আর আছি
মন মাতাবো মুগ্ধ বীণার সূরে
খুন করেছো নিজ হাতে প্রাণখানি
স্বপ্ন ভরা ছিলো যে প্রাণ জুড়ে
মূর্খ আমি এমনি চিরকালই
একটু পেলে সব হারাতে রাজি
বিজ্ঞ তুমি ষোলকলায় গুণী
জিতবোনা সই তোমার সনে বাজী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।