খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...
শ্রাবন মেঘে ভিজে
শ্রাবস্তির খোজেঁ আর কতকাল
আখি জলে ভিজবে।
নোনা জলে কৌশলে লুকাবে তোমায়
জানি এ পৃথিবীর ছায়াতলে
নিজেকে নিয়ে ব্যস্ত সবায়।
ধীরচেতায় অবচেতন মনে
ফিরে আসে বারে বার
চাওয়া পাওয়ার হিসেব
কখনো সুখের হয় জীবনের পরাজয়
কখনো ভালো লাগে , ভাবতে তোমায় চোখের জলে।
মনের মাঝে শতো কাজে
তোমার আসা যাওয়া, নিঃসঙ্গতা দিয়ে ছুটি
ভীষন্নতায় আজো খুঁজি
ওগো মোর আখিঁ দুটি
রাত জেগে ভাবে কি যে
শ্রাবন মেঘে ভিজে
শ্রাবস্তির খোজেঁ আর কতকাল
আখি জলে ভিজবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।