আমার ব্যক্তিগত ব্লগ
প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি সেই সব মহান ভাষা শহীদদের প্রতি, যাদের ত্যাগের বিনিময়ে আজ মাতৃভাষায় লিখতে পারছি। আজ এই ভাষা কত সমৃদ্ধ। একুশে ফেব্রুয়ারীর সেই ত্যাগ না হলে আজ আমরা এতসুন্দর এক ভাষাকে হারাতাম। আমার ছেলে এখন কথা বলা শিখছে। আমি যখন কোন নতুন কিছু দেখাই তখন বাংলায় বলি ঐ জিনিসের নাম কি।
আমি চাই আমার ছেলে সবার আগে বাংলা ভাষা শিখুক, তারপর প্রয়োজন মতোন অন্য সব ভাষা। আমার খুব খারাপ লাগে দেখতে যে অনেক শিশু বাংলা না শিখে অন্য ভাষা আগে শিখছে, যে কারনে তারা বাংলা বই পর্যন্ত পড়তে পারে না।
বাংলার পাশাপাশি অন্য সব মাতৃভাষার প্রতি রয়েছে আমার শ্রদ্ধা। আমি চাইনা পৃথিবীর কোন ভাষায় হারিয়ে যাক, যেমন হয়েছে অনেক আফ্রিকান জাতির। তাই অন্য যেসব ভাষায় ২/১টা শব্দ যাই আমি জানি আজ মহান একুশে ফেব্রুয়ারীতে সেটা জানাবো।
চাইনিজ: নি, নিয়া (তুমি, আমি)
আরবী: ইস ইস মিক (তোমার নাম কি?)
হিন্দী: আপ কেইসে হো (আপনি কেমন আছেন?)
নরওয়েজিয়ান: হা দেহ ব্রা (শুভ বিদায়)
কোথাও ভুল লিখলে বিভিন্ন দেশের ব্লগাররা তো আছেন, ঠিক করে দিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।