মানবতা ............থেকে মানবিকতা.........
গতকাল ছিল ২৬ ফেব্র“য়ারী০৮, আমরা জানি কি? যে ভাষা নিয়ে এ লেখা-লেখি সে ভাষা ১৯৮৭ সালের এ দিনে বাংলাদেশের পবিত্র জাতীয় সংসদে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন বিল পাশ হয়। সেদিন এ বিল পাশ না হলে হয়তো আজও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন দেখতে পারতাম না। আইনত সিদ্ধান্ত থাকার পরেও এখনো অফিস-আদালতের ভাষা ১০০ভাগ বাংলা চালু হয়নি। একজনকে প্রশ্ন করা হয়েছিল, ভাই আজ মাতৃভাষা দিবস আজো তুমি ইংলিশ বলো, তখন সে বলল ‘সরি’। এ হচ্ছে আমাদের বাংলা বলার নিদর্শণ।বাংলা যেহেতু আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাই বাংলায় সব কিছু রচনা করতে হবে। আগামী ভবিষ্যত প্রজম্ম বাংলায় কথা বলতে গিয়ে শুণ্যতা খুজে না পান। এদিনে যারা সংসদে থেকে বিল উপস্থাপন ও পাশ করিয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।