মাতৃভাষার গান
ড. কালাম এ. মীর
মায়ের ভাষা বলতে চেয়ে
জীবন দিল যারা –
মাতৃভাষা শিখলে মোরা
শ্রদ্ধা পাবে তারা।
মাতৃভাষা মধুর মত
থাকে মায়ের ছোঁয়া,
মায়ের আদর আছে তাতে
আছে মায়ের দোয়া;
অন্য ভাষায় যতই বলি
হয় না পরাণ ভরা।
সালাম তোমায় সালাম –
সালাম সফি রফিক,
বরকতের এই ভাষায়
মোরা কথা বলি ঠিক;
তোমাদের এই আত্মদান
দেয় বিশ্ব-বিবেক নাড়া।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।