Click This Link ইংরেজি ভাষার প্রতি আমার কোন দায়বদ্ধতা নেই কিন্তু মাতৃভাষার প্রতি আমার দায়বদ্ধতা আছে। প্রত্যেকটা বাঙালীরই থাকা উচিত। কত মিষ্টি মধুর এ ভাষা। কত শান্তি এ ভাষায় মনের ভাব প্রকাশ করতে পেরে। মাতৃভাষা কি জিনিষ সেটা টের পাওয়া যায় দীর্ঘক্ষণ অন্য কোন ভাষায় কথা বলতে গেলে।
আমার মনে হয় যেন নিঃশ্বাস নিতে পারছি না। কষ্ট লাগে আজকাল যখন দেখি মানুষ মনের ভাব প্রকাশ করতে উদ্ভট সব শব্দ ব্যবহার করে যেমনঃ মিজাজটা চুক্কা হয়ে আছে, বা মুনডা চায়, আমি হলফ করে বলতে পারবো যে মানুষটা এসব শব্দ ব্যবহার করছে সে এটা তার আঞ্চলিকতার কারণে করছে না। শুধু মাত্র তার কথাকে মজার ও চটকদার করতে এই শব্দ গুলো ব্যবহার করছে। কিন্তু তাতে কি
মাতৃভাষার অমর্যাদা হচ্ছে না??
শুদ্ধ কথা ব্যবহার করে কি নিজের অভিব্যক্তি আকর্ষনীয়ভাবে ফুটিয়ে তোলা যায় না?
আমার ভুল ধরার পুরনো আর বাজে অভ্যাস আছে। এই কাজটা আমি আমার ভাষার প্রতি অনুরাগ থেকেই করি।
এই অনুরাগ তৈরি করে দিয়েছিলেন
আমার মা বাবা খাঁটি নোয়াখালির একসেন্ট এ বলতেন ত্যাল, ক্যাক, কঁইয়া, কিন্তু মা সাথে সাথে সাবধান করে দিতেন বাবা বলুক তুমি আমার মত করেই বলবে। যার কারণে খাঁটি নোয়াখালি বাতা বরণে থেকেও আমাকে আঞ্চলিকতা তেমন ভাবে আঁকড়ে ধরতে পারেনি। আমাদের প্রিয় নবীজিও উনার মাতৃভাষায় খুব সুন্দর আর শুদ্ধ করে কথা বলতেন।
আর আজ আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে ব্যঙ্গ করি। এখনই সময় অহেতুক চটকদার আঞ্চলিক শব্দ ব্যবহার না করে।
শুদ্ধ বাংলা ভাষা ব্যবহারের প্রতি আমাদের মনযোগি হওয়া উচিত এবং বাংলা ভাষার মান রক্ষা করা।
Short URL: http://sbnews21.com/?p=118 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।