আমাদের কথা খুঁজে নিন

   

বহিষ্কৃত ছাত্রলীগ নেতার শাস্তি শিথিল, অপর নেতার মওকুফ

..............................

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে সারা জীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক দীপক কুমার পালের শাস্তি শিথিল করা হয়েছে। একই অপরাধে অভিযুক্ত এক বছরের জন্য বহিষ্কৃত ছাত্রলীগের পাঠাগার সম্পাদক বিমানচন্দ্র রায়ের শাস্তি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সাবেক আবাসিক শিক্ষক মো. ওয়াকিলুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে ২০০৮ সালের ৩০ আগস্ট দীপক কুমার পালকে সারা জীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। একই অপরাধে বিমানচন্দ্র রায়কে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২৮৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দীপক কুমার পাল বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব এবং বিমানচন্দ্র রায় পশুবিজ্ঞান বিভাগের এমএস পর্যায়ের ছাত্র। উভয়ের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৯২তম সিন্ডিকেট সভায় তাঁদের বহিষ্কারাদেশ শিথিল করার বিষয়টি অনুমোদন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষা ছুটিতে দেশের বাইরে থাকায় গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়াকিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল বলেন, সিন্ডিকেট সদস্যদের সিদ্ধান্তক্রমে মানবিক দিক বিবেচনা করে বহিষ্কৃত ছাত্রদের শাস্তি শিথিল ও ।মওকুফ করা হয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.