আকাশ ছুঁব...
কতটা সইবো যন্ত্রণা!!
অদ্বিতীয়া সিমু
কতটা সইবো যন্ত্রণা!!
সমাজের এই ঘুণে ধরা মন্ত্রণা
অনেক তো সয়েছি
কলঙ্ক বয়েছি
প্রতিটা চিৎকার আটকে রেখেছি
বুকের ভিতর
কষ্টে, বহু কষ্টে, সযতনে
গোপন কুঠুরিতে আমার ভেতর মনে।
দেখেছিস্, অন্দরপুরের নির্লিপ্ত মুখ
যে লুকোতে জানে গোপন দুঃখ-প্রকাশ্য সুখ।
আমি আর তাদের মতন মহান হতে চাইনে,
এবার আমি বলতে চাই, বলতে দে।
কতটা সইবো যন্ত্রণা!!
আমিতো তোদের “পুতুল” নামের যন্ত্র না!
নাম রেখেছিস্ ‘মহিলা’
নামটা সুন্দর বড়,
মেনে নেই আমরাই
মেনে নেই তারপরও।
বল, “মানুষ” হতে দিবিনে!
জীবনের প্রতিটা গাঢ় ঢেউ
চলে চলে হয় ফিনফিনে।
আঘাতে আঘাতে জর্জরিত মুখ
আয়নায় দেখি ছবি,
সেখানে শুধুই ক্ষুব্ধতা-
প্রতিহিংসার আগুন জ্বলা রবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।