দুঃসময়ে কেবলই বৃষ্টি ঝরে
এখন রাত আর দিন
আমি তো অরিন্দমের ক্ষুধা তাড়ানোর এক অদৃশ্য তবলা বাদক।
আমার চারপাশে কুকুর আর শুকরের ঘেউ ঘেউ
অন্ধকার রাতে গ্রামের আইল দিয়ে হেঁটে গেলে
প্রায়শই হতাশার সুর তোলে ঝিঝির গুঞ্জন
নর্তকীর নাচের একি মহাত্ব আমার তো জানা হয়ে গেছে, আর
দুঃসময়ের কাছে হেরে গেলে
চেনা মানুষও অচেনা হয়ে যায়।
এখন রাত আর দিন
আমি তো অরিন্দমের ক্ষুধা তাড়ানোর এক অদৃশ্য তবলা বাদক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।