দুঃসময়ে কেউ বাড়ায়নি ভালোবাসার হাত
[শাফিক আফতাব]
দুঃসময়ে কেউ বাড়াযনি ভালোবাসার হাত,
চোখ তুলে দেখেনি একবার__জীর্ণ জীবনে কেউ দেয়নি দুফোটা শিশিরের জল
কেউ ভালোবাসেনি আমাকে__পাশে বসে বলেনি সাবলীল দুটো কথা।
দেয়নি শীতার্ত দিনে এতটুকু অভিজাত উষ্ণতা।
আমি কতদিন চৈত্র দিনের মতোন খাঁক হয়েছিলাম
কার্তিকের আকালে জলছাপার মতোন আমার পাঁজর ভেসেছিলো
জণ্ডিসে আমি হলুদ গিয়েছিলাম,
আমার বড় দুর্দিন ছিলো__আমার পুঁজিপাট্টা যুমনার জলে ভেসে গিয়েছিলো
তবু কেউ আমাকে সববেদনার গান শোনায় নি।
ভালোবাসার জন্য আমি সাত সমুদ্র আর তের নদী পাড়ি দিলাম
ভালোবাসার জন্য সয়ে গেলাম কত লাঞ্ছনা
ভালোবাসার জন্য আমি কত বিনিদ্র রাত কাটালাম__কাব্যের ভাজেঁ ভাজেঁ খুঁজলাম
ভালোবাসার প্রস্তাবনা__
এতটুকু হৃদ্যতার জন্য হৃদয় সঁপেছিলাম
তবু কেউ দিলোনা ভোরের শিশির ভেজা একটি গোলাপ__গোলাপজলের ছিটেফোটা ।
বুকের গভীর থেকে দিলোনা ভালোবাসার উষ্ণতা ।
১১.১২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।