আমাদের কথা খুঁজে নিন

   

প্রদীপ আলো

আপাতত ঘুরপাক খাচ্ছি! ১। ভুল ইশারা এক প্রচ্ছন্ন ইশারায় চলে এসেছি পথে নেমে দিশেহারা তুমি নেই। ডাক দিয়ে যায় রাতের ফেরিওয়ালা পিছে পিছে ছুটি তোমাকে পাবো বলে নেই। কোথাও তুমি নেই। সন্মুখে ঝাকেঝাকে জোনাক জ্বলে আলোর ইশারা পেয়ে আবারও গহন অন্ধকারে ছুটি বিচ্ছেদের আগে তুমি বলে যাও নেই।

আমি নেই। আমি জানি তুমি পার্থিবতার কেউ নও তুমি এখানে নও ওখানে আছো ঐ গগনের তারা হয়ে ভুল ইশারার দোসর হয়ে। তবু ছুটে চলি আমি নিশানাহীন তারার পিছে। ২। আমার ভাল থাকা হবে না জেনে রেখো তারা কালো বেদনায় রাত করে পার চূঁড়ায় দাঁড়িয়ে চোখে পড়ে না খাদের সরোবর পিঁপিলিকার চর।

জলের তরে কাদে মরু সরিসৃপ বুকে টেনে যায় মরুদ্যান ফুলের ঘ্রাণে উড়ে আসে জুড়ে বসে মৌমাছি ভ্রমর। জেনে রেখো আমার ভাল থাকা হবে না নির্লিপ্ততমা! মনে রেখো ভাল থাকে না---নিশিফুল! ক্ষণিকে ফুটে ঝরে যায় রোদ নেই নিকষ অন্ধকারে কাটে মলিনতর সময়। ৩। প্রদীপ আলো আজ আর ঘুম নেই চোখে চোখে শুধু বিষাদের ধূম রাত বাড়ছে চাঁদের সাথে পাল্লা দিয়ে ঘড়ির কাঁটায় ক্রমাগত ঘুরতে ঘুরতে আমার মন ঘুরছে দিক চিহ্নহীন দাগ খতিয়ানের রেজিস্ট্রি জুড়ে ভরছে আর বাড়ছে অনাবাদী জমিন। আজ রাত কালো পাখির রাত ডানা জুড়ে শুধুই নিকষ অন্ধকার ছেড়ে এসেছি প্রদীপ আলো তাই পথ শুধু বিষন্ন কালো।

ছবি: নিজস্ব এ্যালবাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।