"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
কল্প প্রদীপ
(এক বেকার যুবকের শোকগাথা)
বললে যেদিন ভুলে যাবে
রাখবে না আর কোন স্মৃতি,
জানিয়ে দিলে মিথ্যে সবই
এই জগতে প্রেম-পিরিতী।
হাতের মুঠো ছাড়িয়ে নিলে
দেখলেনা আর পিছন ফিরে,
বুঝে নিলাম তোমার আমার
ঠুনকো বাঁধন গেলো ছিঁড়ে।
বেকার যুবক এই শহরে
মিথ্যে আশার স্বপ্ন নিয়ে,
কেমন করে বাঁধবে ঘর
অভাব পেটের কষ্ট সয়ে।
তার’চে ভাল এই অপবাদ
হলাম নাহয় মিথ্যে প্রেমিক,
তোমার সুখের কল্প প্রদীপ
কষ্ট আমার ছাই করে দিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।