থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে
সকল ধর্মেই ধর্মীয় অনুশাসন রয়েছে। । অন্যায়কে প্রতিহত করো নচেৎ সমাজে বিশৃঙ্খলা হবে এবং সমাজ ক্ষতিগ্রস্ত হবে। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে উভয়েই দোষী। বর্তমান সমাজে অন্যায়ের প্রতিবাদ করলে, নিজে অপমানিত হতে হয়।
। এও সত্য। তাই সমাজের অনেকেই অন্যায়ের প্রতিবাদ করে না। দেখেও দেখে না। এতে কারো না কারো ক্ষতি হয়ে যায়।
এর জন্য দায়ী আমরা সচেতন নাগরিক, অভিভাবক, সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ। প্রশাসন সোচ্চার হলে, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানে এত বিশৃঙ্খলা হতো না। সামাজিক নৈতিক অবক্ষয় এবং বখাটে নেশাখোরদের উৎপাত কী পরিমাণ বেড়ে গেছে, দৈনিক ইত্তেফাকে সম্প্রতি প্রকাশিত খবরগুলোই তার প্রমাণ। গত ২০ জানুয়ারি ইত্তেফাকের শেষ পৃষ্ঠার শিরোনাম। ।
বখাটের উৎপাতে ঝরে গেলো কিশোরীর প্রাণ। সিমি, মহিমা, তৃষার পর এবার অকালে ঝরে গেলো কিশোরী পিংকি। বখাটে যুবকের উৎপাত সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিলো শ্যামলী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী নাসফিয়া আকন্দ পিংকি (১৪)। ঘটনাটি ঘটেছে রাজধানীর শ্যামলীতে, ১৯ জানুয়ারি। ২৭ জানুয়ারি দৈনিক ইত্তেফাকের প্রকাশিত একটি খবরের প্রথম পৃষ্ঠায় শিরোনাম বখাটেদের অত্যাচারে আরেক ছাত্রীর আত্মহত্যা মুন্সীগঞ্জে’।
সামাজিক কুৎসা ও কু-প্ররোচনায় অকালে ঝরে গেলো বিক্রমপুর টঙ্গীবাড়ী কলেজের প্রথম বর্ষের ছাত্রী রুমা আক্তার (১৯)। সরকারের সহায়তায় আমাদের উচিত এইসব জঘন্যতম অন্যায়ের প্রতিবাদ করা এবং প্রতিহত করার চেষ্টা করা। তা না হলে আমরা বিবেকের কাছে এবং আল্লাহর কাছে দায়ী হবো।
দৈনিক ইত্তেফাকের চিঠিপত্র কলাম থেকে সংকলিত। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।