আমাদের কথা খুঁজে নিন

   

নতজানু লজ্জায়

১৬ ডিসেম্বর কে সামনে রেখে একটি কবিতা লিখতে চাইলাম। যেখানে বিজয়ের কথা থাকবে। কিন্তু বর্তমানে দেশের অবস্থা দেখে বিজয়ের উন্মাদনা আসলো না। তবু ডিসেম্বর ১৬ কে উপলক্ষ করে এই কবিতা। এই কবিতা টি সাজানো হয়েছে ১৬ টি লাইন দিয়ে।

প্রতিটা লাইন এ ১৬ টি করে অক্ষর রাখা হয়েছে। চেষ্টা করেছি ডিসেম্বর ১৬ কে সম্মান দিতে। নতজানু লজ্জায়, আমি সেই মায়ের কাছে, যে হারায়েছে বুকের ধন স্বাধীনতা চাহি। নতজানু লজ্জায়, আমি সেই বাবার কাছে, যার আছে দেশ, শুধু বুকের মাণিক নাহি। বুকে বেধে মৃত্যু বোমা, যে ছুটেছে শত্রু পানে।

নতজানু লজ্জায় আজ আমি তারও কাছে, যে কিশোরী হল ধর্ষিত যুদ্ধের ময়দানে। নতজানু লজ্জায় আমি ঐ কিশোরীর কাছে, আহত শত মুক্তিবীর যারা অবহেলায় তাদের কাছে আমি আজ নতজানু লজ্জায়। শহীদ যত বুদ্ধিজীবী প্রেরণা দিয়ে গেছে, নতজানু লজ্জায়, আমি আজ তাদের কাছে। নতজানু লজ্জায়, আমি ডিসেম্বর ষোলতে স্বাধীন পতাকা উড়েছিল যে দিন প্রভাতে। আজো তবু রাজাকার শক্তিশালী এ মাটিতে তাই আমি আজ লজ্জিত, স্বাধীনতা তোমাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.