ঢাকা জিপিও তে গিয়েছিলাম মানি অর্ডার করতে। কোন ভিড়ই নেই। কাউন্টারের লোকও নেই। মানি অর্ডার ফর্মে টিকেট লাগাতে হয়। লাগিয়ে পায়চারি করছি।
সদয় হয়ে পেছনের টেবিল থেকে ডাক এলো। গেলাম। উনি উঠে কাউন্টার থেকে রশিদ বই নিলেন, তৈরী হলেন। ইতিমধ্যে কাউন্টারের লোক এলেন। মানি অর্ডার করে রশিদ দিলেন।
মনে হলো যদি কোন ....পরিবহন কাউন্টারে যেতাম, লাইনে দাঁড়াতে হতো। ওদের ব্যস্ততা, ত্রস্ততা, সময়-অসময়ের সেবা দেখে মনে হয় জিপিও তে, ব্যাংকে কেন মানুষ যাবে টাকা পাঠানোর সেবা নিতে? অনলাইন সেবা হওয়ায় ব্যাংকেও ইদানীং কিছু ভিড় বেড়েছে। তারপরও এমন জায়গা আছে যেখানে মানি অর্ডারই ভরসা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।