ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ওই চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনের জন্য আজ বুধবার ভারতের রাজ্যসভায় বিল ওঠার পর নিজের ফেসবুক ফ্যানপেজে মমতা তীব্র প্রতিক্রিয়া দেখান।
তিনি বলেন, 'আমরা এই চুক্তি মানি না, মানি না, মানি না। রাজ্য সরকার এর বাস্তবায়ন করবে না। '
বহু বাধা-বিপত্তি পেরিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ আজ বুধবার রাজ্যসভায় সংবিধান সংশোধনের ওই প্রস্তাব উত্থাপন করেন, যার মাধ্যমে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের ছিটমহল বিনিময় ও সীমান্ত জটিলতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
সালমান খুরশিদ বিল উত্থাপনের জন্য দাঁড়াতেই মমতার দল তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও ব্রায়েন এবং অসম গণপরিষদের নেতা বীরেন্দ্র প্রসাদ বৈশ্যর নেতৃত্বে দুই দলের সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন।
এক পর্যায়ে একটি প্ল্যাকার্ড হাতে বীরেন্দ্র বৈশ্যসহ কয়েকজন সালমান খুরশিদের দিকে তেড়ে গেলে হৈ চৈ-এর মধ্যে অধিবেশন ১০ মিনিটের জন্য মুলতবি করা হয়। পরে হৈ চৈয়ের মধ্যেই সালমান খুরশিদ ভারতের সংবিধানের পঞ্চদশ সংশোধনের এই বিল উত্থাপন করেন।
উল্লেখ্য, বিলটি উত্থাপনের পরপরই রাজ্যসভার চলতি অধিবেশন শেষ হয়ে যায়। ফলে পরবর্তী অধিবেশনে তা নিয়ে আলোচনা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।