জলছবি স্মৃতি ছুঁয়ে থাকে হৃদয়াবেগ , ধুয়ে গেছে ধ্বনি তার ; শব্দহীন সময়ের পারাবার ।
প্রসাদ চেয়ে পাইনি ,
ফিরে যেতে পাই উষ্ণ স্পর্শ ;
চিনতে পারি না স্পর্শ , অচেনা কেন দেবতা ?
প্রেমে আর পূজায় হয়নি দেখা , আনত নয়নে
এতদিনে , শুধু প্রসাদের আশায় হাত বাড়িয়েছি
বিভ্রান্ত স্পর্শ সুখে !
মনে হল যেন দেখেছি কোথাও , খুব দূরে নয় ,
মনে পড়ে সেই পাঠশালা , সেই যে সেখানে --
গাছতলায় , মাঠের পাশে ,
নদী হতে দূরে ; স্মৃতির বুকে ।
মনে আছে সে একজন , একান্ত গভীরে ,
পাঠশালা দুয়ার হতে পৌছে গেছে বাঁধাহীন ,
আসন পেতেছে নিজ হাতে মলিন মর্মপাতে ,
আছে আপনমনে নিভৃতে ;
সে কখন দেবতা হয়ে গেছে পূজার মন্দিরে ,
কবে হতে পায় ফুল আরতি , অজান্তে ,
পাইনা কুল , কিনারা , ভাবনা অন্তহীন --
দু'চোখে চেয়ে হাসে ,
বলে ,' অনলে পুড়েছি , নি:শেষ হইনি ,
হয়েছি নিখাদ সোনা , সে তোমার কারনে '
বলে , ' আমাদের মুগ্ধতাবোধ --
শুরু নাই , শেষ নাই ,
শাখাহীন ধারা , বয়ে যাক অনাদি অনন্ত ' ,
বলে , ' ছুঁয়ে থেকো ' ----
বললে ,' ছুঁয়ে থেকো '
অল্প কথায় তুমি কত কিযে বল ;
কোন গভীরে ঝড় তোল
বোঝ কি বোঝ না !
ছুঁয়ে থেকো , এইটুকু চেয়ে --
চাওনি কি ঢের বেশী অনেকের চেয়ে ?
ভাঙ্গোনি কি দূর্গ কপাট ,
তোমার লালিত্যে ?
ব্যকুল আঙুল ছুঁয়ে থাকে বাতাস ,
ছুঁয়ে দেয় রৌদ্রে পোড়া দীর্ঘশ্বাস ;
' ছুঁয়ে থেকো ' ----
সকল ছেড়ে দিয়ে সমস্ত কেড়ে নেবার পূর্বাভাষ !
সেই ছিল ভাল ,আকাশের তারা ছুঁয়ে
যাওয়া ক্ষন বিমুগ্ধ নয়নে ,
যেদিন পড়লে খসে বুকের উঠোনে ,
ছুঁতে গিয়ে দেখি ' নাই ' ,
নিভে গেছ , পোড়া দাগ বুকে ।
বিমূর্ত আছে , থাক সেইসব দিন --
সেই সব ক্ষন ,
দূর হতে অদৃশ্য স্পর্শসুখে ভুলে থাকি
ব্যথা , বেদনার ঋন ;
চলি পথ নিশ্চিন্ত , নিরুদ্বেগ --
তোমাকেই দিয়েছি সপে জগতের ভার ,
দেখি পথ আলোকিত , কনক আভা তোমার ;
তুমি আছো পাশে বন্ধু আমার ।
( আজ বন্ধু দিবস । অপার্থিব আনন্দে , পূর্ণ করি জীবনের ছোট পাত্র বন্ধুর কারনে । প্রেম নয় , পূজা নয় ; প্রেরনা জীবনের ছন্দে পা মিলিয়ে চলবার পেয়ে যাই , ধন্য জীবন । এইটুকু জীবনে এই আতিশয্য ধরে রাখি পরম আনন্দে । )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।