আমাদের কথা খুঁজে নিন

   

শীতার্ত



শীতার্ত _____ বন্যার জলে বালি এসেছিল শুধু ছড়িয়ে পড়েনি উর্বরতার পলি ঋতুর বদলে অনিবার্যতা ছিল সে কথা জেনেছে হলুদ পত্রাবলী গতবার শীতে কড়া নেড়েছিল কেউ নিশিডাক এসে বসেছিল আবডালে বেলা পাল্টেছে অব্যবহিত পরে খেলাটি দুলছে ঘন মাকড়শাজালে সেই থেকে শীত আটকে রয়েছে ঘরে হেলদোল নেই ডিসেম্বর বা জুন শীত পাখিটির বিষাক্ত চোখে তাক করে বসে আছে নির্বোধ অর্জুন এবার পৌষে সাইবেরিয়ার থেকে আবারও আসছে মনখারাপের আলো সংশয় ফের উত্তর দিক থেকে তুষারদ্যুতিতে সমতল চমকালো পৃথিবীকেন্দ্রে স্তব্ধ ম্যাগমা একা তার কাছে তুমি হাত যদি পাতো তবে এই শীতে শুধু তুষার পড়বে তা নয় তুমি যদি চাও ... অগ্নুৎপাতও হবে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।